জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জুম্মা নামাজের সময় বন্ধ থাকা মোবাইল মার্কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক। পরে আটককৃত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা।
এঘটনা শুক্রবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার আরামনগর বাজারের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় শান্ত টেলিকমে ঘটেছে।
আটককৃত যুবক কুমিল্লার দেবীপুর থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আকবর আলী সুমন(৩০) বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র জুম্মা দিন থাকায় জুম্মা নামাজ পড়ার জন্য দুপুর ১২টার দিকে পুরো মার্কেটের লোকজন দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য বাড়ী চলে যায়। এসময় বন্ধ মার্কেটে লোকজন না থাকায় কয়েকজন চোর ঢুকে পড়ে। এদিকে নামাজ শেষে মার্কেটের লোকজন চলে আসে। শান্ত টেলিকম এর মালিক শান্ত মিয়া দোকান খুলতে এসে দেখেন সাটারের তালা ভাঙ্গা। পরে দোকানের সাড়ার তুলে দেখতে পান তিনজন যুবক মোবাইল ফোন চুরি করে ব্যাগ ভর্তি করছে। এসময় তার চোর চোর চিৎকারে লোকজন ছুটে এলে দুইজন পালিয়ে যায় এবং একজনকে ধরে ফেলে জনতা।
পরে উৎসুক জনতা চোরকে দেখতে ভীর জমায় এবং আটককৃত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ অসুস্থ চোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
শান্ত টেলিকমের মালিক শান্ত মিয়া বলেন, আমি জুমা নামাজ পড়ে দোকানে এসে দেখি সাটারের তালা ভাঙ্গা। পড়ে সাটার তুলে দেখি ভিতরে চোরের দল মোবাইল চুরি করছে। এ সময় আমার ডাক চিৎকারে মার্কেটের লোকজন ছুটে এলে একজনকে ধরতে আমরা সক্ষম হই এবং বাকি দুইজন পালিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, দুপুর আড়াইটার দিকে সংবাদ আসে পৌরসভার আরামনগর বাজার পৌর মার্কেটে এক মোবাইল চোরকে আটক করেছে জনতা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে। এ সময় জনতার মারধরে চোর অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০:২২:৪৩ ২৪৩ বার পঠিত