নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বক্তাবলীর লক্ষীনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, খেলার মাঠে আসলে শরীর ও মন ভালো থাকে। যারা খেলাধুলার মধ্যে থাকে না, তারা বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িয়ে যেতে পারে। তাই নিয়মিত খেলাধুলা করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে লেখাপড়া করে সুনাগরিক হতে হবে এবং এলাকার সম্মান বৃদ্ধি করতে হবে। পাশাপাশি মাতা-পিতাকে শ্রদ্ধা করতে হবে এবং পূর্বপুরুষদের ন্যায় অনুসরণ করে দেশ গড়ার কারিগর হতে হবে।
অনুষ্ঠানে মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, স্থানীয় সমাজসেবক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার খন্দকার, মতিউর রহমান ফকির, ফতুল্লা থানা মৎসজীবী দলের সাবেক সভাপতি রাসেল প্রধান, বিএনপি নেতা জয়নাল ফকির, জাকির সরদার, ইউপি সদস্য আব্দুর রশিদ, সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু খায়ের, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল প্রধান মোজাম।
বাংলাদেশ সময়: ২২:১৪:৫৫ ৩০ বার পঠিত