জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ সাইফুল ইসলাম বাদল।
অনুষ্ঠানে শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অডিটর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন এবং অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফুল আলম ফকির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ আহমেদ জোৎস্না, বিলবালিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, পোগলদিঘা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ সাহিত্যিক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনুল হক মুকুল, শিক্ষক শাজাহান আলী, ডাঃ মহাসিন, বাবলু সরকার ও খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গড়ে উঠলেও এটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সময়ের সাথে উপযোগী শিক্ষা ব্যবস্থা রয়েছে। শিশুদের একসাথে আরবি ইংরেজি বাংলা শিখাতে চাইলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা উচিৎ। যাতে করে তারা দেশ ,সমাজ ও আগামী মেধাবী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন বক্তারা ।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৮:০৭ ১৭ বার পঠিত