নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামানের পিতা আলহাজ্ব আলী নূরের আত্মার শান্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা স্থানীয় একাধিক মসজিদে দোয়া ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।
এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে জুম্মা পরবর্তী বিশেষ দোয়া ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়। মরহুমের অসংখ্য গুনগ্রাহী ও নিকটজনের উপস্থিতিতে দরিদ্র ও অসহায়দের মাঝে মডেল পরিবারের পক্ষ থেকে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়। তল্লা বড় মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম আলী নূরের কনিষ্ঠ সন্তান শামীম আহমেদ।
তল্লা ছোট মসজিদের মোতয়াল্লি মনির হোসেন বলেন, আলী নূর সাহেব ছিলেন আমার অভিভাবক। উনার সাথে থেকে সামাজিক শৃঙ্খলা আনা ও জমি সংক্রান্ত ঝামেলা সমাধানে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি যে জ্ঞান অর্জন করেছি, তা থেকে অদ্যাবধি আমি মানুষের পারিবারিক বিরোধ এবং জমি বন্টন সংক্রান্ত ফায়সালা দিয়ে যাচ্ছি। আমি উনার কাছে চিরকাল কৃতজ্ঞ।
দোয়া ও নেওয়াজ বিতরণে সার্বিক আয়োজনে কিল্লা শাহী মসজিদে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল ১১নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম দিপু। মডেল গ্রুপ সংলগ্ন জান্নাতুল ফেরদাউস মসজিদে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৭ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সভাপতি শাহজাহান সাদেক, সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সভাপতি রুহুল আমিন টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালিম, এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ তোতা, সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি হায়দার আলী, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুবদল সভাপতি মো. হাবিবুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া প্রমুখ।
দুস্থ, অসহায় ও শুভাকাঙ্ক্ষী গুনগ্রাহীদের মাঝে আনুমানিক দুই হাজার লোকের খাবারের আয়োজন এবং অন্যান্য মসজিদে দোয়া পরবর্তী মিষ্টান্ন বিতরণ করা হয়।
তল্লা বড় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের পাশাপাশি তল্লা ছোট মসজিদের মোতয়াল্লি মনির হোসেনের তত্ত্বাবধানে সার্বিক দোয়া ও নেওয়াজ বিতরণ, কিল্লা শাহী মসজিদ, নগর-খানপুর জামে মসজিদ এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের খাঁপুরে মডেল গার্মেন্টসের পাশে জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা, তসবিহ, তিলাওয়াত, দোয়া ও নেওয়াজ বিতরণের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৮ ৩০ বার পঠিত