সোমবার, ৩ মার্চ ২০২৫

‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে: আমির খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে: আমির খসরু
সোমবার, ৩ মার্চ ২০২৫



‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘নবগঠিত রাজনৈতিক দলের যেকোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

গণতান্ত্রিক সরকার না থাকায় সমস্যা বাড়ছে উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে। সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।

শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। তবে এক্ষেত্রে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

এ সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন ও সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩২   ১০ বার পঠিত