বুধবার, ৫ মার্চ ২০২৫

ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ৫ মার্চ ২০২৫



ঢাবি আধিপত্যের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করে জোহা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বুধবার (৫ মার্চ) ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ফাহিম রেজা।

সমাবেশে রাবির সমন্বয় সালাউদ্দিন আম্মার বলেন, ‘বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।’

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০০   ১২ বার পঠিত