পঞ্চগড়ের সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।
এ ছাড়া ঘটনাস্থলেটি নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় পড়েছে বলে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্র জানায়।
নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এরপর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরে সকালে খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় পৌঁছে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের উপস্থিতি সীমান্ত এলাকায় দেখা গেছে।
তারা জানান, রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশ করে আল আমিন। এরপর বিএসএফের গুলির ঘটনাটি ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে, মরদেহ ফেরত চায়।
এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ হয়নি।
তবে এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও এক বার্তায় সময় সংবাদকে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৩ ১৯ বার পঠিত