সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে প্রায় সাত ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
এর আগে ভোর ৬টা ৪১ মিনিটের দিকে চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এর পরপরই সেখানে সড়ক অবরোধ করেন নিহতের সহকর্মীরা।
এতে তীব্র যানজট তৈরি হয়। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন তাঁরা। এতে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।
পরে দুপুর দেড়টার দিকে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হন এবং পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, দুর্ঘটনাসংশ্লিষ্ট পিকআপটি আটক করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৫০:০৮ ১০ বার পঠিত