জন্মদিনের দুইদিন আগেই সাংবাদিকদের সঙ্গে প্রি বার্থ ডে উদ্যাপন করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কেক কাটার সময় আলিয়াকে সঙ্গ দেন অভিনেত্রীর স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাদা রংয়ের প্যান্ট শার্ট পরা রণবীরের সঙ্গে ফুলের প্রিন্ট পরা কামিজে দাঁড়িয়ে আছেন আলিয়া। একে অন্যের হাত ধরে সামনে থাকা কেক কাটেন তারা।
এরপর আলিয়াকে কেক খাইয়ে দিতে দেখা যায় রণবীরকে। প্রি বার্থ ডে উদযাপন করে সাংবাদিকদের সঙ্গে বসে ছবি তুলতেও দেখা যায় এ তারকা দম্পতিকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতের মুম্বাইয়ে উদযাপিত এ অনুষ্ঠানেই সাংবাদিকদের কাছে নতুন তথ্য ফাঁস করেন অভিনেত্রী। জানান, কান চলচ্চিত্র উত্সবে ডেবিউ করতে চলেছেন তিনি।
আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে যোগ দেয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।
আগামী ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। ওইদিন পরিবারের সাথে সময় কাটানোর আগে মিডিয়া সাংবাদিকদের নিয়ে অগ্রিম জন্মদিন উদযাপন করেন এ নায়িকা। ৩২ বছরে পা রাখতে চলেছেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১২:৪৬:১৮ ১৫ বার পঠিত