জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী আরামনগর বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকালে আরামনগর বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপিত আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝরু, সহ- সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে বণিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ ছোট বড় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহুর্তে উপস্থিত ব্যক্তিবর্গদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলেই একসাথে ইফতার করেন।
বাংলাদেশ সময়: ২৩:২২:৩২ ১১২ বার পঠিত