রবিবার, ১৬ মার্চ ২০২৫

কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ
রবিবার, ১৬ মার্চ ২০২৫



কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ‘হাসিনা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র যায়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে যারা ১৫ বছর ছিল না, যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি; তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’

রবিবার (১৬ মার্চ) ফরিদপুরে ইফতার পার্টির আগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে।
সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা হাসিনা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না। আর কোনো অন্যায়, অত্যাচার এবং ডাকাতি চাই না। আমরা কোনো খুন-গুমও দেখতে চাই না।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, খন্দকার ফজলুর হক, আজম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৫   ১১ বার পঠিত