রবিবার, ১৬ মার্চ ২০২৫

যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
রবিবার, ১৬ মার্চ ২০২৫



যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

যানজট নিরসনকল্পে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় সহযোগিতায় ছিলো নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন। রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরীরর চাষাড়া মোড়, শায়েস্তা খান সড়ক,বিবি সড়ক,মীর জুমলা সড়কসহ স্কে রোডে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেয় নারায়নগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।

অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে সাধারন জনগনকে সচেতন করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও মালামাল রাখা ব্যক্তিকে জরিমানার আত্ততায় আনা হয়। সড়ক পরিবহন আইন-২০১৮ এ ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসনকল্পে নগরীরর চাষাড়া মোড়, শায়েস্তা খান সড়ক,বিবি সড়ক,মীর জুমলা সড়কসহ স্কে রোডে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে সাধারন জনগনকে সচেতন করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও মালামাল রাখা ব্যক্তিকে জরিমানার আত্ততায় আনা হয়। পরবর্তীতে একই সাথে তাদেরকে সচেতন করা হয় এবং সকলের মাঝে বার্তা পৌছে দেয়া হয়, নারায়নগঞ্জ জেলার সুযোগ্য,দক্ষ ও “মানবতার ফেরী ওয়ালা”জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:২৩   ১০ বার পঠিত