বুধবার, ২ এপ্রিল ২০২৫

তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
বুধবার, ২ এপ্রিল ২০২৫



তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা তরতাজা তরুণদের হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সেই বিচার হবে। আজ বুধবার সন্ধ্যায় সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর ও ঈদ শুভেচ্ছা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, বিচার করতে যেয়ে কোন নির্দোষ যেন শাস্তি না পায়, সে দিকটা দেখতে গিয়ে প্রকৃত দোষীদের বের করতে কষ্ট হচ্ছে। তবে সে ধাপে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাভারে জুলাই আন্দোলনে নিহত আলিফ আহমেদ সিয়াম, শ্রাবন গাজী ও নিশানের পরিবারের সাথে দেখা করেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রাণিসম্পদ উপদেষ্টা । এ সময় পরিবারগুলো আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হলে উপদেষ্টা তাদের শান্তনা দেন। এসময় প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো: মনিরুজ্জামান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৭   ১৫ বার পঠিত