রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিন তরুণকে গ্রেফতার করেছেন র্যাব-৩ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেফতার তিনজন হলেন: বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান (২৫), বরিশাল সদ উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২১) ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন (২১)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়।
অবশেষে ঘটনার দিন দিবাগত রাতে মেরাদিয়া থেকে প্রধান অভিযুক্ত জিশানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে বেইলি রোড থেকে রাইসুলকে এবং গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা নিতে তিনজনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০২:৫৮ ১৩ বার পঠিত