সোমবার, ৭ এপ্রিল ২০২৫

উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের

উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলায় ও নৃশংসতায় এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে যে শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে, মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করেছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা এবং এতিমদের ক্যাপিটেশন গ্র্যান্ডের টাকা পৌঁছে দিয়েছে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৮   ১০ বার পঠিত