বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার

প্রথম পাতা » খেলাধুলা » ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার

ডেভিড ফ্রাত্তেসির ৮৮ মিনিটের গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলান ২-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে পরাজিত করেছে। আলিয়াঁজ এরেনাতে এই হারের মাধ্যমে ২০২১ সালের পর প্রথমবারের মত ২২ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে পরাজয়ের তিক্ত স্বাদ পেল বায়ার্ন।

মাইকেল ওলিসে ও হ্যারি কেন অল্পের জন্য গোল করতে ব্যর্থ হলে ম্যাচে শুরুতে হতাশ হতে হয় বায়ার্নকে। এই সুযোগে ৩৮ মিনিটে মার্কোস থুরামের চতুর ব্যাক-হিলে লটারো মার্টিনেজ গোল করে ইন্টারকে এগিয়ে দেন।

এক গোলে এগিয়ে থেকে ইতালিয়ান জায়ান্টরা ভালই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নিয়েছিল। কিন্তু অভিজ্ঞ থমাস মুলার ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে বায়ার্নকে সমতায় ফেরালে ইন্টার শিবিরে হতাশা নেমে আসে। মাত্র একদিন আগেই মৌসুম শেষে বায়ার্নের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষনা দিয়েছেন জার্মান তারকা মুলার।

যদিও মুলারের এই গোল শেষ পর্যন্ত বায়ার্নকে রক্ষা করতে পারেনি। তিনি মিনিট পরেই কার্লোস অগাস্তোর পাসে ফ্রাত্তেসি বল জালে জড়ালে ইন্টারের জয় নিশ্চিত হয়।

দুই মৌসুমে আগে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে পরাজিত হয়েছিল ইন্টার। এবারও শেষ চারের পথে কিছুটা হলেও এগিয়ে থাকলো ইতালিয়ান জায়ান্টরা।

ইন্টারের গোলদাতা মার্টিনেজ বলেছেন এই ম্যাচে তার দল সার্বিকভাবে নিজেদের যোগ্যতা প্রমান দিয়েছে। পুরো দল একটি সম্পূর্ণ পারফরমেন্স দেখিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে।

বায়ার্ন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানী বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে তার দলের এমন কিছু সুখস্মৃতি আছে যা তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আগামী সপ্তাহে মিলানে তার দল অবশ্যই ফিরে আসবে।

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মুলার অবশ্য ইন্টারের শেষ গোলটি কিছুতেই মেনে নিতে পারছেন না। এ সম্পর্কে মুলার বলেন, ‘এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। প্রথমার্ধে আমরাই ভাল খেলেছি। আমরা একটি ভিন্ন ফল আশা করেছিলাম। কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমাদেরও সম্ভাবনা আছে।’

গত মৌসুমের সেমিফাইনালিস্ট বায়ার্নের এই ম্যাচের আগে বেশ কিছু ইনজুরি দলের প্রস্তুতিতে ব্যঘাত ঘটিয়েছে। বিশেষ করে রক্ষনভাগের ইনজুরি সমস্যা ছিল প্রকট। একমাত্র ফিট সেন্টার-ব্যাক হিসেবে দলে ছিলেন ইংলিশ অভিজ্ঞ এরিক ডায়ার ও কিম মিন-জায়ে।

ইনজুরিতে থাকা জামাল মুসিয়ালার জায়গায় লেফট-ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে মূল একাদশে নামিয়েছিলেন কোম্পানি। মুলার ছিলেন বদলী বেঞ্চে। প্রথম ঘন্টাখানেক স্বাগতিক বায়ার্নই আধিপত্য দেখিয়েছে। সাত মিনিটে ওলিসের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন কেন। ওলিসের পাস থেকে কেনের শট বারে লেগে ফেরত আসে। বায়ার্নের এই গোল মিসের মহড়ায় ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায় ইন্টার। তারই ধারাবাহিকতায় থুরামের ব্যাকহিলে মার্টিনেজ গোল করে ইন্টারকে এগিয়ে দেন। এক গোলে এগিয়ে থেকে ইন্টার ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয়।

৫৬ মিনিটে বায়ার্নের নতুন গোলরক্ষক জোনাস উরবিগ মার্টিনেজের শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন। ম্যাচ শেষের ১৫ মিনিটে আগে মুলারকে মাঠে নামান কোম্পানি। আর এতেই ভাগ্য খুলে যায় বায়ার্নের। ইন্টারের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে মুলার গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। এবারের মৌসুমে ইউরোপীয়ান আসরে ১১ ম্যাচে এনিয়ে ইন্টার মাত্র তৃতীয় গোল হজম করলো। কিন্তু তিন মিনিট পর ফ্রাত্তেসির গোলে ইন্টার পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৪   ২৩ বার পঠিত