বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

জামালপুরে অবাধে চলছে জুয়া নেই প্রশাসনিক তৎপরতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অবাধে চলছে জুয়া নেই প্রশাসনিক তৎপরতা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



জামালপুরে অবাধে চলছে জুয়া নেই প্রশাসনিক তৎপরতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দীর্ঘ দেড়মাস যাবৎ অবাধে চলছে জুয়ার আসর। তবুও নেই কোন প্রশাসনিক তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ও জুয়ার প্রবণতা বেড়েছে, এতে নষ্ট হচ্ছে যুবসমাজ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয় সংবাদের ভিত্তিতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্ব চর এলাকায় গিয়ে জোয়াড়িদের দল বেধে জুয়া খেলতে দেখে যায়। পরে সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে জুয়াড়িদের জুয়া খেলার নানান সরঞ্জামাদি পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, গত দেড় মাস মাস যাবত, স্থানীয় কিছু মাদক সেবী ও জুয়াড়ি চাপারকোনা ভূমি অফিস সংলগ্ন ঝিনাই নদীর পূর্ব পাড়ে গোলাপ হোসেনের গাছের বাগানের ভিতর প্রতিদিন তাস দিয়ে জুয়া খেলার আসর বসায়। এ আসর চলে সকাল হতে সন্ধ্যা নাগাদ। বিষয়টি রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের নজরে এলেও, শুধু আসেনি প্রশাসনের নজরে।

নাম প্রকাশনে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, আমরা ভয়ে কিছু বলিনা। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ সকলেই জানে এবং প্রশাসনও অবগত আছেন বলে আমাদের মনে হয়। কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না, এটি আমার বোধগম্যে নয়।

তবে এই জুয়া খেলার আসর বন্ধ না হলে, এলাকার যুব সমাজ নষ্ট হবে, বেড়ে যাবে চুরি ছিনতাইয়ের মত নানাবিধ অসামাজিক কর্মকান্ড। তাই অবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, জুয়া খেলার বিষয়টি আমি অবগত না। তবে বিষয়টি আমি জানলাম। পরবর্তীতে ব্যবস্থা নিবো।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৫   ৩৯১ বার পঠিত