সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কাজেই সব সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে।

সোমবার (১৪ এপ্রিল) এবি পার্টি আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘসময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয়, বাঙালি বাংলাদেশি ও ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে।

তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এ মাটির সন্তান। এ মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় কাজ করছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।

এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল।

এছাড়া এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪১   ২০ বার পঠিত