বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা সে দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, সেখানকার মানুষ একটি নতুন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু তাদের জন্য।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস।

তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে আমরা জানি যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তবে এই গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে। অবশ্যই, এই বিষয়গুলো বাংলাদেশ কর্তৃপক্ষের বিষয়, বলেন ব্রুস।

তিনি বলেন, এমনকি এর বিরুদ্ধে যদি প্রতিবাদ জানানো হয় সেটাও তাদের অভ্যন্তরীণ বিষয়। তারাই তা দেখবে। তবে এসব বিষয় নিয়ে তাদের সাথে কথা বলাও অনেক গুরুত্বপূর্ণ।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ ও বিভিন্ন দোকান ও ব্র্যান্ডে হামলার বিষয় নিয়ে প্রশ্ন করেন।

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের বিশেষ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে নির্বাচন এবং গণতন্ত্র অবশ্যই ভালো ভূমিকা রাখতে পারে।

তাই শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে বলে জানান এই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১১:৪৪:২০   ১৭ বার পঠিত