বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে: মির্জা ফখরুল
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।”

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারেই সন্তুষ্ট নই।”

তিনি বলেন, “বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি।”

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫০   ১৭ বার পঠিত