বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মতিঝিল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত জুয়ার আসর থেকে মালেক নামে এক জুয়া খেলোয়াড়কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মালেক গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।

অভিযানে অংশ নেন গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই তাহসিন রহমান। পরে মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪১   ১৪ বার পঠিত