শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ী থানার ওসির সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী থানার ওসির সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন মা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



সরিষাবাড়ী থানার ওসির সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন মা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে হারিয়ে যাওয়া সাব্বির আহমেদ (১২) নামে এক অটিস্টিক শিশুকে খুঁজে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন সরিষাবাড়ী থানার মানবিক ওসি মোঃ চাঁদ মিয়া।

শুক্রবার(১৮ এপ্রিল) সকালে ওসি কক্ষ থেকে ওই অটিস্টিক শিশু সাব্বির কে তার মার কাছে হস্তান্তর করেন তিনি।

এসময় ওসি চাঁদ মিয়া বলেন, অটিস্টিক শিশু সাব্বির আহমেদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আব্দুল মালেক এর ছেলে। সে এক সপ্তাহ আগে বাড়ী থেকে নিখোঁজ হয়। তার মা, তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোথাও পাননি।

গত ১৬ এপ্রিল পিংনা বারই পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক জুয়েল ছেলেটিকে পেয়ে থানায় নিয়ে আসেন। পরে আমি
ছেলেটির ছবি তুলে ফেসবুকে তার পরিবারের সন্ধান চেয়ে একটি পোস্ট দেই। সেই পোস্ট দেখে সাব্বিরের মা মালেহা বেগম যোগাযোগ করেন এবং আজ তিনি সাব্বিরকে সুস্থ অবস্থায় নিয়ে গেলেন।

তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজ করতে আমার খুব ভালো লাগে। তাই আমি মানুষের পাশে থাকতে চেষ্টা করি।

শিক্ষক জুয়েল মাষ্টার বলেন, আমি বুধবার ১৬ এপ্রিল দুপুরে আমার স্কুলের গেটে ছেলেটিকে দেখতে পাই। ওরে ওর সাথে কথা বলে বুঝতে পারি ছেলেটি অটিস্টিক। পরে তাকে আমি বাসায় নিয়ে রাখি এবং বিকালে ওকে সাথে নিয়ে থানায় গিয়ে ওসি সাথে কথা বলি। পরে ওসি সাহেবের মধ্য দিয়ে তার মা তার সন্ধান পেয়ে আজ তাকে নিয়ে গেলেন। আমি ছেলেটিকে তার মার কাছে ফেরত দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সাব্বিরের মা মালেহা বেগম বলেন, আমি স্বামী নিগৃহীতা একজন নারী। আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটিকে বিয়ে দিয়েছি। এই প্রতিবন্ধী ছেলেটিকে নিয়েই বেঁচে আছি। ওকে হারিয়ে আমি আমি পাগলের মত অভিপ্রায়। আজ আমি ছেলেকে পেয়ে অনেক খুশি। আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই ওসি ও মাষ্টার সাহেবকে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৩   ১১০ বার পঠিত