ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ার সেক্টরের বিদ্যমান সব প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্ম ক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বুয়েটে শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন তারা।
দাবিগুলো হলো, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসির ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য সমমান পথ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। টেকনিক টেকনিক্যাল দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সম্মান পথ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। এবং তৃতীয় নম্বর দাবি- ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; এই মর্মে আইন পাস করে বাস্তবায়ন করতে হবে।
এ সময় তারা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৫:০০:৫৫ ৩৭ বার পঠিত