রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির

ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের (ইসি) শুরু করা উচিত নয় বলে জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

রোববার (২০ এপ্রিল) বেলা ১২টা ২৫ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে আয়োজিত সভা শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন। এ থেকে সরে আসতে আলোচনা হয়েছে। অতীতের নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিলেন সে সব কর্মকর্তা-কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে।

‘ঐকমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত ইসির নির্বাচনী কোনো কাজ করা উচিত নয়’, যোগ করেন তিনি।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে, প্রার্থীকে সরাসরি মনোনয়নপত্র জমা দেয়ার নিয়ম করার পাশাপাশি হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচিত হলে ওই ব্যক্তির সংসদ সদস্যপদ বাতিলেরও দাবি জানায় এনসিপি। এছাড়া আচরণবিধি এবং নির্বাচনি ব্যয়ে পরিবর্তনের আহ্বান জানিয়েছে দলটি।

নাসীরুদ্দীন বলেন, আমরা কমিশনকে বলেছি নতুন বাংলাদেশে ভোটের মাঠে ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না এনসিপি।

বৈঠকে সরকারের সিদ্ধান্তের আগেই ইসি থেকে রোডম্যাপ ঘোষণা আসতে পারে, এ নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটি।

এছাড়া নির্বাচন কমিশনকে ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দেয়ারও প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য এনসিপি যে তিন মাস সময় চেয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের প্রস্তাব বিবেচনায় নিয়েছে ইসি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৩   ১৩ বার পঠিত