প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে বলেন, এই বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ, আনন্দিত। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ আমার খুবই ভালো লেগেছে। শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এ কামনা করি।
আজ উপদেষ্টা শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম, মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি।
ডা. বিধান রঞ্জন আরো বলেন, মাগুরায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পর্যায়ক্রমে শুরু হবে।
উল্লেখ্য, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৩৯৯ জন বালক ও ৩৮৭ জন বালিকাসহ মোট ৭৮৬ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়টিতে একজন প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক রয়েছেন।
বিদ্যালয়টি ২০১৭ সালে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তিতে প্রথম স্থান ও প্রধান শিক্ষক হিসাবে প্রথম স্থান অর্জন করে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:০৯ ১৬ বার পঠিত