রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই রতন বৈরাগী ও নারী কনস্টেবল তানজিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট-৭ এ ডিউটিরত ছিলেন। এ সময় কুমিল্লার দাউদকান্দি থেকে আসা একটি ‘স্বাধীন সার্ভিস মিনি বাস’ থামানো হলে এক নারী যাত্রী হঠাৎ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ তৎক্ষণাৎ তাকে আটক করে।

পরে নারী কনস্টেবল তানজিল কর্তৃক তল্লাশির সময় ওই নারীর হাতে থাকা খয়েরি রঙের সাইড ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ করে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।

আটক সীমা আক্তার (৩৫) নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া এলাকার গলাচিপা কলেজ রোডের জনির বাড়ির ভাড়াটিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানায়, তিনি এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে শনিবার (২০ এপ্রিল) সীমাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৪   ১৫ বার পঠিত