মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট আটক করেছে বিজিবি।

সোমবার (২২ এপ্রিল) ভোরে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতিনদীর পেরিয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার যাওয়ার খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে তল্লাশি করে। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনে নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমলা তেল, পন্ডস সাবান, ফেসিয়াল,ওয়াশ ক্রিম, বিস্কুট,গায়ের রঙ ফর্সা করার ক্রিম, সহ নানান প্রসাধনী সামগ্রী বস্তা পাটাতনের কাঠের তক্তা নিচ থেকে আটক করে। আটককৃত পণ্যের বাজার দর ৪০ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধের সীমান্তের পাশাপাশি সড়ক ও নৌপথে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৪৮   ১২ বার পঠিত