মাদারীপুরের শিবচরে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি বন্ধুদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুরের একটি ব্রিজের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুজ্জামান কামরুল চোকদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত একই গ্রামের আব্দুল সরদারের ছেলে সিয়াম ও প্রতিবেশি মেহেদি।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে কামরুলের কাছ থেকে সিয়াম বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা ধার নেয়, বন্ধুর মেহেদির সহায়তায়। টাকা ফেরত না পেয়ে স্থানীয় মাদবরদের কাছে বিচার দেন কামরুল। এরপর মাদবররা সিয়ামকে টাকা ফেরতের নির্দেশ দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার বিকেলে ‘টাকা ফেরত দেবে’ এমন কথা বলে কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয় সিয়াম ও তার সহযোগীরা। এরপর থেকে কামরুল নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকালে কাদিরপুর এলাকার একটি ব্রিজের পাশে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনরা এসে মরদেহটি কামরুলের বলে শনাক্ত করেন।
নিহতের মামা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করেছে সিয়াম ও তার বন্ধুরা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বজন ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
বাংলাদেশ সময়: ১৫:১৮:৪০ ১১ বার পঠিত