শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামের পটিয়ার জিরিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।

চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো পটিয়ার জিরিতে হাসপাতাল নির্মাণের স্থান দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা।

আজ শনিবার সকালে উপজেলার ৭ নং জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।

এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাইস্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাব্য স্থান ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৭   ১৬ বার পঠিত