রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নাগরিক দুর্ভোগ লাঘবে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাগরিক দুর্ভোগ লাঘবে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



নাগরিক দুর্ভোগ লাঘবে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জের নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টায় মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আহাজ্ব শেখ হাসান আলী, অর্থ সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগরের জনগণ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে চরম দুর্ভোগের মুখে রয়েছে। নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা সমস্যাগুলো হলো, বিশুদ্ধ পানির সংকট, চরম যানজট, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার সংকট, মশার ভয়াবহ উপদ্রব, জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশা, সড়কের করুণ অবস্থা, ছিনতাই ও চাঁদাবাজির বৃদ্ধি।

এসময় তারা দাবি করেন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, যানজট নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ, সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ ও আধুনিক সরঞ্জাম সংযোজন, মশক নিধন কার্যক্রম জোরদার করা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, প্রধান ও উপ-সড়কসমূহ দ্রুত সংস্কার ও মেরামত করা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ।

বাংলাদেশ সময়: ২২:৪১:১৭   ১৯ বার পঠিত