সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে শাশুড়িকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই আব্দুল কাদের রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার কেটরা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গেলো ৩০শে মার্চ সকালে পৌর এলাকার পুর্বপাড়া মহল্লায় ইজিবাইক ঠিক করা নিয়ে জামাইয়ের সঙ্গে শাশুড়ির তর্ক বিতর্কের একপর্যায়ে শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় জামাই আব্দুল কাদের।

অগ্নিদগ্ধ শাশুড়ি বুলী বেগমকে (৫৫) মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে চিকিৎসক সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রেফার্ড করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের ৪ তারিখে মারা গেলে নিহতের স্বামী আফজাল হোসেন বাদী হয়ে বিরামপুর থানায় জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই গ্রেফতার আব্দুল কাদের আত্মগোপনে থাকেন। দীর্ঘ সময়ের চেষ্টায় উপজেলার কেটরা বাজারে এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৯   ৮ বার পঠিত