সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, সেই ছেলে আটক

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে এক অভিযানে তাকে আটক করা হয়।

এর আগে রবিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে মারধর মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যেগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে সেই বৃদ্ধ থানায় তার তিন সন্তান ও এক নাতির বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ওই বৃদ্ধ। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকিরা আত্মগোপনে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৩   ১৩ বার পঠিত